Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

অফিস পরিচতি

ডাসার উপজেলাটি মাদারীপুর জেলার নবগঠিত একটি উপজেলা। উপজেলাটি গত ২৬ জুলাই ২০২১/ ১১ শ্রাবন ১৪২৮ তারিখে অনুষ্ঠিত প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার)- এর ১১৭ তম সভায় মাদারীপুর জেলার কালকিনি উপজেলার ‘ডাসার’ নামক উপজেলা গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।  উক্ত সিদ্ধান্তের প্রেক্ষিতে উপজেলা পরিষদ আইন, ১৯৯৮ [১৯৯৮ সনের ২৪ নং আইন(২০১১ পর্যন্ত সংশোধিত)] এর ৩(২) ধারার ক্ষমতাবলে সরকার মাদারীপুর জেলার কালকিনি উপজেলার ০৫ (পাঁচ) টি ইউনিয়ন নিয়ে গঠিত হয়। ইউনিয়নসমূহ যথা: (১) গোপালপুর, (২) বালিগ্রাম (৩) ডাসার (৪) নবগ্রাম ও (৫) কাজীবাকাই ইউনিয়ন। নবসৃষ্ট “ডাসার” উপজেলার সদর দপ্তর ২৯নং পূর্ব বনগ্রাম এবং ৩০ নং বাকাই মৌজায় অবস্থিত। যা ২০২১ সালের ২৬ আগষ্ট তারিখের প্রকাশিত প্রজ্ঞাপনে অনুমোদিত হয়।